Homeশিক্ষা-শিক্ষাঙ্গনপাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদ জাহিদের নামে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদ জাহিদের নামে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পাবনায় জুলাই বিপ্লবে শহীদ হওয়া মো. জাহিদুল ইসলামের নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুল-আওয়াল। এর আগে শহীদ জাহিদুল ইসলামসহ জুলাই বিপ্লবে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুল-আওয়াল বলেন, খেলাধুলা আমাদের ম্যাচ জয়লাভ করতে সংকল্প হতে শেখায়। যে মন্ত্র ক্যারিয়ার গঠনে সফল হতে সাহায্য করে। খেলাধুলা থেকে আমাদের পজিটিভ শিক্ষা নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই পরবর্তী সময়ে দেশ গড়ার লক্ষ্যে আমাদের তীক্ষ্ণভাবে চিন্তা করে আগাতে হবে। আমরা সবকিছু খুব দ্রুত পেতে চাচ্ছি কিন্তু ১৬ থেকে ১৭ বছর ধরে যে সমস্যা গুলো তৈরি হয়েছে যেগুলো দ্রুত সমাধান করা সহজ নয়। সমস্যা গুলো আলাদা করে এড্রেস করতে তা নিজেদের সমাধান করতে হবে। দেশ গড়ার কাজে ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিগত সময়ে যেসব মহানায়করা অবদান রেখেছে তাদের স্মৃতি অবশ্যই সংরক্ষণ করতে হবে। ইতিহাসের ভুল ত্রুটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবোনা।

এসময় বক্তব্য রাখেন পাবিপ্রবির উপ-উপাচার্য মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান।

অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর