Homeজেলাঝিনাইদহে বসন্তবরণ ও পিঠা উৎসব

ঝিনাইদহে বসন্তবরণ ও পিঠা উৎসব

ঝিনাইদহে “তারুণ্যের উৎসব: ২০২৫” উপলক্ষে বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সরকারি কেশব চন্দ্র কলেজ ক্যাম্পাসে এ উৎসব উদযাপিত হয়।

দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তারুণ্যের হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি তরুণকে সচেতন হতে হবে।”

বসন্তবরণ উৎসবকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বাহারি রঙের পোশাক পরে, ফুলের মালা গায়ে জড়িয়ে এবং লোকজ সংস্কৃতির সঙ্গে মিল রেখে নানা আয়োজনে অংশ নেয়।

পিঠা উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা—পাটিসাপটা, পাকান, পুলি, চিতইসহ বিভিন্ন স্বাদের পিঠা পরিবেশন করা হয়। ক্যাম্পাসে মোট ২৬টি স্টল বসানো হয়, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেয়।

এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করার পাশাপাশি তাদের মধ্যে সামাজিক সংযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

সর্বশেষ খবর