Homeজেলাধামইরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পুষ্টি মেলা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

ধামইরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পুষ্টি মেলা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পুষ্টি মেলা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি-এর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, পরিসংখ্যানবিদ মো. নাজমুল হক, এবং যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী আবুল হোসেন।

এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, তথ্যসেবা অফিসার ইসকিতা আফরিন, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি, এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত উপস্থিত ছিলেন।

এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং ধামইরহাট অঞ্চলের সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর