বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন যে, বাংলাদেশে চলমান ভোজ্যতেলের সংকট আগামী সাত থেকে দশ দিনের মধ্যে দূর হবে। তিনি আশা প্রকাশ করেন যে, তেলের সরবরাহের ঘাটতি দ্রুত মেটানো হবে এবং তেলের বাজার দ্রুত স্থিতিশীল হয়ে যাবে।
আজ (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমানে বাজারে ভোজ্যতেলের সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, তবে এটি অস্থায়ী। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের সংকট দূর হয়ে যাবে এবং বাজারের দাম কমে যাবে।”
এ সময় তিনি আরও বলেন, “এ মুহূর্তে কিছু দোকানে ভোজ্যতেল পাওয়া যাচ্ছে না, আবার যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে তেলের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে। এছাড়া, কিছু দোকানদার সয়াবিন তেল বিক্রির সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে বিক্রি করছেন, যা বাজারের অস্থিরতা সৃষ্টি করছে।”
বাণিজ্য উপদেষ্টা বলেন, “রমজান মাসকে সামনে রেখে আমাদের দেশের খাদ্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই। ছোলা, বুট, খেজুর, ডাল, চিনির দাম অস্থিতিশীল হওয়ার সুযোগ আমরা দেব না। এসব পণ্যের কোনো সংকট নেই এবং আগামী সময়ে বাজারের সব পণ্য সঠিকভাবে সরবরাহ হবে।”
এছাড়া, শেখ বশির উদ্দিন আশাবাদী যে, ভোজ্যতেলের সংকট দূর হলে সাধারণ মানুষের কাছে তেল সাশ্রয়ী মূল্যে পৌঁছাবে এবং বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। তিনি বলেন, “আমরা অত্যন্ত সতর্কভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং শীঘ্রই বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।”
এই বক্তব্যের মাধ্যমে তিনি ভোক্তাদের প্রতি আস্থা এবং আশ্বাস দিয়েছেন যে, তারা যেন চিন্তিত না হন এবং তেলের বাজার শীঘ্রই আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।