নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হাফেজ আব্দুল করিম একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার উদ্যোগে এই দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দোলনের নড়াইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রহমান মেহেদী। এছাড়া উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ফরিদুজ্জামান বাবলু, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ইকবাল, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বাচ্চু, সেক্রেটারি মাসরুল খান এবং ইউনিয়ন যুবদলের নেতা মনিরুল জমাদ্দারসহ স্থানীয় ছাত্র ও জনসাধারণ।
এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্ব ও এর ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। তারা আহত ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং ন্যায়বিচারের দাবি জানান। মতবিনিময় সভায় ছাত্র-জনতা তাদের মতামত প্রকাশ করেন এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।