Homeজেলাজুড়ী থানার বিশেষ অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুড়ী থানার বিশেষ অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়ার দিকনির্দেশনায় এসআই ফরহাদের নেতৃত্বে এএসআই জাহিদ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেন।

জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া জানান, মাদক সংক্রান্ত মামলায় আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আঃ মালেক দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর