নওগাঁর রাণীনগরে সহজলভ্য পুষ্টিগুন সম্পর্ন্ন খাবার বিষয়ে সচেতনতামূলক দিনব্যাপী ব্যতিক্রমী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইফাদ এবং পিকেএসএফ’র অর্থায়নে মৌসুমী-আরএমটিপি প্রকল্পের সচেতনতা ও শিখন কার্যক্রমের আওতায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান। মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান সহ প্রায় ১২শ শিশুকে বিনামূল্যে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়।
মৌসুমী এনজিও’র নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবালের সভাপতিত্বে এবং আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাহে আলম সরওয়ার, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, মৌসুমী’র উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, মৌসুমীর আবাসিক চিকিৎসক ডা. মুক্তাদির রহমান, মৌসুমী’র উপ-সহকারী পরিচালক (কমর্সূচি) লিয়াকত আলী, আরএমটিপি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজুল ইসলাম প্রমুখ।
এ মেলায় ১০টি স্টলে শিশু, অভিভাবক ও দর্শনার্থীদের বিভিন্ন ধরণের পুষ্টিকর খাবারের সঙ্গে নতুন করে পরিচয় করে দেয়া হয়। দর্শনার্থীদের অংশগ্রহণে পুষ্টিবিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে রাজশাহী থেকে আগত গম্ভীরা শিল্পীদের পরিবেশনায় পুষ্টি ও সচেতনতামূলক গান ও নাটক অনুষ্ঠিত হয়।