Homeআন্তর্জাতিকভারতকে আরও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করব: ট্রাম্প

ভারতকে আরও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করব: ট্রাম্প

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে নতুন চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি করবে। তিনি বলেন, “তাদের এটি প্রয়োজন, আর আমাদের এটি আছে। তাই ভারত আমাদের কাছ থেকে আরও জ্বালানি কিনবে।”

ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, “আমরা জ্বালানি খাতে বিনিয়োগ বাড়িয়ে তেল ও গ্যাসের বাণিজ্য সম্প্রসারিত করতে চাই।”

জ্বালানি চুক্তির পাশাপাশি সামরিক সম্পর্ক আরও গভীর করতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির কথাও ঘোষণা করেন ট্রাম্প। তিনি জানান, ভারত যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ক্রয় করবে। এর মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

ট্রাম্প বলেন, “আমরা ভারতকে আরও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করব, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

মোদি তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি বিশ্বাস করি, ট্রাম্পের সঙ্গে আমাদের অংশীদারত্ব আগের চেয়েও দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে।”

এ বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ট্রাম্প তার বাণিজ্য নীতিতে পরিবর্তন এনেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপকারী দেশগুলোর ক্ষেত্রেও প্রতিদানমূলক শুল্ক প্রযোজ্য হবে।

এই নীতির ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নীতি নিয়ে কিছুটা উত্তেজনা থাকলেও, নতুন চুক্তিগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর