বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সরকারের উচ্চপর্যায়ের নেতারা পালিয়ে বেড়াচ্ছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী এই মন্তব্য করেন।
রিজভী বলেন, “ওবায়দুল কাদের এতদিন আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মারতেন, ব্যঙ্গ করতেন। এত দম্ভ, এত অহংকার! এখন তিনি কোথায়?”
তিনি আরও বলেন, “যদি আওয়ামী লীগ জনগণের জন্য ভালো কাজ করত, মানুষের কল্যাণে কিছু করত, তাহলে তাদের পালিয়ে বেড়াতে হতো না।”
বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতারা দেশে না থেকে বিদেশে অবস্থান করছেন এবং সেখান থেকে হুঙ্কার দিচ্ছেন ও উসকানি দিচ্ছেন।
তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা পলাতক। অথচ তারা অন্য দেশে বসে বিভিন্ন বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
রিজভী বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সরকারের দমন-পীড়ন আর টিকে থাকবে না।”
তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব।”