Homeশিক্ষা-শিক্ষাঙ্গনকাপলমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল সোসাইটির মিছিল

কাপলমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল সোসাইটির মিছিল

বিশ্ব ভালোবাসা দিবসে ক্যাম্পাস কে কাপলমুক্ত রাখতে ও ভালোবাসা নামক প্রহসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল সোসাইটির সিঙ্গেল সদস্যরা।

‘দুষ্টু প্রেম নিপাত যাক, মোদের ক্যাম্পাস মুক্তি পাক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিঙ্গেলমুক্ত ক্যাম্পাস ও প্রেম নামক বৈষম্য বিলোপ করতে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা ‘নিজ সঙ্গে স্বর্গবাস, প্রেম সঙ্গে সর্বনাশ’, ‘তুমি কে, আমি কে – সিঙ্গেল, সিঙ্গেল’, ‘মিঙ্গেল ধরে সিঙ্গেল করি, কাপল মুক্ত ক্যাম্পাস গড়ি’ ইত্যাদি মিছিলে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।

সিঙ্গেল সোসাইটি অফ জাককানইবি’র উপদেষ্টা প্রমিজ বলেন, ‘সংগ্রামী সিঙ্গেল ভাইয়েরা, আপনারা আসলেই সংগ্রাম করতে জানেন। আমরা বলতে চাই এই ক্যাম্পাস সিঙ্গেলদের ঘাঁটি। আমরা আগামী এক বছর এই ক্যাম্পাসে সবাই মিলে মিঙ্গেলদের প্রতিহত করবো।’

সিঙ্গেল থাকার সুবিধা সম্পর্কে তিনি আরোও বলেন, ‘সিঙ্গেল থাকলে পকেট থেকে টাকা যায় না। নারী মানে ছলনা, পকেটে টাকা ছাড়া নারীদের চলে না। তাই আমরা নিজেদের সফলতার জন্য প্রেম ভালোবাসা প্রতিহত করবো। পাশাপাশি ক্যাম্পাসকে প্রেম নামক বৈষম্য থেকে মুক্ত করবো।’

তবে ক্যাম্পাসের কাপলদের মধ্যে উল্টো প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কাপলদের মতে, ‘সিঙ্গেল থাকা বা কাপল হওয়া সম্পুর্ণই মনের বিষয়। মনের সাথে মনের মিল হলে সবাই কাপল হতে পারে। মানুষ মূলত কখনোই সিঙ্গেল না। কোন একদিন সে কাপল হবেই। হোক সেটা প্রেম-ভালোবাসার মাধ্যমে বা বিয়ে।’

সর্বশেষ খবর