Homeজেলাকাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গ্রেফতার: শিক্ষাপ্রতিষ্ঠানে চরম অস্থিরতা

কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গ্রেফতার: শিক্ষাপ্রতিষ্ঠানে চরম অস্থিরতা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯) গ্রেফতার হওয়ার পর থেকেই কলেজের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।

এ ঘটনার পর থেকে কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রমে চরম অস্থিরতা বিরাজ করছে। কলেজটি বর্তমানে কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

জানা গেছে, কলেজের এডহক কমিটির সভাপতি মো. খোরশেদ আলম এখনো পর্যন্ত শিক্ষকদের সঙ্গে কোনো ধরনের মিটিং করেননি। ফলে কলেজ পরিচালনায় কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার ফলে শিক্ষাকার্যক্রমে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শিক্ষক ও কর্মচারীদের দায়িত্ব বণ্টন না করায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব ফেলছে।

শিক্ষার্থীরা দ্রুত কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন অবিলম্বে কলেজ পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হয়।

এ বিষয়ে কলেজ কমিটির সভাপতির বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষার পরিবেশ আরও বিপর্যস্ত হতে পারে।

সর্বশেষ খবর