মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ‘অপরিকল্পিত’ আখ্যা দিয়ে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে ওয়াশিংটন ভুল হিসাব করছে।
এরদোয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে। ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। এটি সম্পূর্ণ নৃশংসতা এবং বিশ্ব কখনোই এ ধরনের পদক্ষেপ মেনে নেবে না।’
ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের পরিকল্পনা করছে, যা ইতোমধ্যে উভয় দেশই প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজায় মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে এবং ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার অধিকার থাকবে না।
এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনিদের উচ্ছেদ করার যে কোনো পরিকল্পনাই মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
মিশর এবং জর্ডানও ট্রাম্পের প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, ‘ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে এবং গাজার পুনর্গঠন দ্রুত সম্পন্ন করতে হবে।’
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ‘ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজার পুনর্গঠন করতে হবে, এবং আরব বিশ্ব এ বিষয়ে ঐক্যবদ্ধ।’
তুরস্ক, মিশর ও জর্ডানের কড়া অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি গাজার ওপর চাপ প্রয়োগ চালিয়ে যায়, তাহলে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
এ বিষয়ে এখনো হোয়াইট হাউস আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে আন্তর্জাতিক মহল বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্র : আলজাজিরা