বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনই মূল কাজ। এ বিষয়টি উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার যদি অন্য কাজে গুরুত্ব দেয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেওয়া। কিন্তু বাস্তবে দেখা যায়, নির্বাচন আয়োজনকারী প্রতিষ্ঠানগুলো সরকারের অধীনে থাকার জন্য আগ্রহী হয়ে ওঠে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা প্রতিষ্ঠানগুলোর উচিত নিজেদের ক্ষমতাকে সংরক্ষণ ও শক্তিশালী করা। স্বতন্ত্রভাবে কাজ করতে না পারলে গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচনব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।
এ সময় রিজভী জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করা ব্যক্তিদের নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, যারা সত্যিকারের গণতন্ত্র ও স্বচ্ছ নির্বাচনের পক্ষের শক্তি, তাদেরই নির্বাচন সংক্রান্ত দায়িত্ব দেওয়া উচিত। তবেই জনগণ উপযুক্ত নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে এবং গণতন্ত্র সুসংহত হবে।