Homeজেলারাণীনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাণীনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে রাণীনগর সদরের আল-আমিন মাদ্রাসায় এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে দলীয় মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মারুফ আহমদ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শুরা সদস্য ও রাণীনগর উপজেলার সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর