Homeজাতীয়রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

পবিত্র রমজান মাসে ভোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে সরকার ভ্রাম্যমাণ গাড়িতে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করবে। পাশাপাশি, খাসির মাংস, দুধ, ডিম ও মাছও নির্ধারিত মূল্যে সরবরাহ করা হবে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জনগণের চাহিদার কথা বিবেচনায় এনে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।”

প্রতিবারের মতো এবারও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্যগুলো বিক্রি করা হবে। তবে গরুর মাংসের পাশাপাশি অন্যান্য পণ্যের মূল্য কত হবে, সে বিষয়ে বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সরকারের এই উদ্যোগ সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে, বিশেষ করে বাজারের ক্রমবর্ধমান দামের চাপে যারা কষ্ট পাচ্ছেন। রমজানজুড়ে এই সেবা চালু থাকবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর