Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবিতে ইংরেজি বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবিতে ইংরেজি বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে “মিথোপোয়েসিস এবং মাইকেল মধুসূদন দত্ত: তাঁর নির্বাচিত রচনার একটি সমালোচনামূলক বিশ্লেষণ” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের ২০২ নং রুমে এ অনুষ্ঠান আয়োজন করে ইংরেজি বিভাগ।

ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম শাহিনুর রহমান। পিএইচডি’র সুপারভাইজার হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোসাম্মদ সালমা সুলতানা।

এসময় পিএইচডি’র বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন ইংরেজি বিভাগের শিক্ষকরা। প্রধান অতিথি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পিএইচডি’র বিষয়বস্তুর উপর আলোকপাত করেন এবং গবেষণাকে আরও সৃজনশীল ও উৎপাদনশীল করার লক্ষ্যে দিক নির্দেশনা দেন।

এ বিষয়বস্তুর উপর গবেষণারত রিসার্চার ইংরেজি বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মোছা. রুজিনা আফরোজ বলেন, মাইকেল মধুসূদন দত্তের তিনটি কাব্যের উপর যথা: মেঘনাদবধ কাব্য, বিরঙ্গনা ও শর্মিষ্টা। যেখানে কবির লেখা পৌরাণিক কাহিনী ও আধুনিক কাব্যের সাথে বিশ্লেষণ করে নারীদের বীরত্ব ও আবদান তুলে ধরা হয়েছে। যেটার মাধ্যমে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে।

সর্বশেষ খবর