নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার হয়েছেন। শনিবার সন্ধ্যায় এবং রোববার সকালে রাণীনগর থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত নেতারা হলেন, পশ্চিম বালুভরা গ্রামের আনোয়ার হোসেন (৬০), বোদলা গ্রামের জারজিস হাসান মিঠু (৪৫), এবং চকাদিন পূর্বপাড়া গ্রামের সুলতান মাহমুদ (৪৩)।
তাদের মধ্যে আনোয়ার হোসেন ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, মিঠু ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং সুলতান কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানিয়ে বলেন, “চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় এই তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাণীনগর থানায় একটি মামলার তদন্ত চলছিল।”
গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে, এবং বিষয়টি নিয়ে পুলিশ আরও তদন্ত করছে।