Homeজেলাঅন্তর্বতী সরকারের সফলতা দেখতে চায় বিএনপি: অ্যাডভোকেট জয়নাল আবেদীন

অন্তর্বতী সরকারের সফলতা দেখতে চায় বিএনপি: অ্যাডভোকেট জয়নাল আবেদীন

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, “বিএনপি চায় অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুক।”

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভোলা জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের উত্তর ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারক, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। জনগণের স্বার্থে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ ও রাজনৈতিক দলগুলো ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছে। আইন করে স্থানীয় নির্বাচনের আগেই জাতীয় নির্বাচন দিতে হবে।”

তিনি উল্লেখ করেন, “ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানানো হয়েছে।”

ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এহসানুল হক, বার কাউন্সিলের ল রিফর্ম কমিটির চেয়ারম্যান কাজী এনায়েত হোসেন বাচ্চু, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্রের স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “দেশের স্থিতিশীলতা বজায় রাখতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সর্বশেষ খবর