দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী’র সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ ফেব্রুয়ারী উদযাপনে সকল ধরনের নাশকতা রোধে ও শান্তিপূর্ণভাবে দিবসটি পালন করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা (লুনা), বীরমুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, উপজেলার সরকারি সকল কর্মকর্তাবৃন্দ, উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান আঙ্গুর, দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, বাংলাদেশ বুলেটিন এর উপজেলা প্রতিনিধি আরিফ ইসলাম, সরকারি-বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।