ঝিনাইদহে বিএনপির কেন্দ্রঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ঝিনাইদহ উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভুইঁয়া। একই সাথে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজদ পান্নুসহ অন্যান্যরা।
আরাপপুর থেকে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে জড় হয় জেলা যুবদলের অন্যতম সদস্য সাজ্জাদুল হক মিলন এছাড়াও বিভিন্ন স্থান থেকে দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জড়হন সমাবেশ স্থলে।
সমাবেশের আলোচ্য বিষয় ছিলো অবনতিশীল আইনশৃংঙ্খলার উন্নতিকরণ, নিত্য পন্যের উর্ধ্বগতি ঠেকানো, নির্বাচনী রোডম্যাপ প্রনয়ণ ও ফ্যাসিবাদীদের ষড়যন্ত মোকাবিলা করা।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বতী সরকার যদি ক্ষমতায় থেকে যা ইচ্ছা করতে চায় তাতে কিন্তু বিএনপি মেনে নিবেনা। কাজেই দ্রুত নির্বাচন না দিলেও অন্তত একটি রোডম্যাপ প্রনয়ন করুন। বক্তারা একই সাথে বলেন ভারত স্বাধীনতা যুদ্ধে ভুমিকা রেখে ছিলো তাই তাদের ধন্যবাদ জানাই তবে দেশের ফ্যাসিবাদকে ঠাই দেয়ার ফলে আন্তর্জাতিক আদালতে আপনাদের আনা হবে। এছাড়াও বক্তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।