ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন ওরফে এরশাদকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ রাজবাড়ী সদর উপজেলার আলীপুরের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়। তদন্তে সাইফুল ইসলাম এরশাদের সম্পৃক্ততা পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তদন্ত করে প্রাপ্ত আসামি সাইফুল ইসলাম (এরশাদ) কে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”