কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা আউটার স্টেডিয়াম মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশকে ঘিরে জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহর গুলোতে পোস্টার, ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন, এলডিপি নেতা সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ইয়াসিন আলী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।
সমাবেশকে ঘিরে ইতিমধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে।বৃহস্পতিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেন।
সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান বক্তারা।
সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার অবশ্যই বাংলার মাটিতে বিচার হতে হবে। নির্বাচন নিয়ে কোন পায়তারা চলবে না। সরকারি থেকে নতুন রাজনৈতিক দল দল গঠন ও সুবিধা নেওয়া চলবে না। দ্রব্যমূল্য থেকে শুরু করে সব জায়গায় পরিস্থিতি নাজুক অবস্থা তৈরি হয়েছে। তাই এই সরকার যত দ্রুত নির্বাচন দিবে ততই তাদের জন্য মঙ্গলজনক।
উল্লেখ্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানান কর্মীরা।