রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর চরে গলা কাটা এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জঙ্গল ইউনিয়নের গড়াই নদী থেকে নৌ-পুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম উৎপল বিশ্বাস (৫০)। তিনি বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, গড়াই নদীর চরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও পার্শ্ববর্তী মাগুরার শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু লাশটি বালিয়াকান্দি এলাকার মধ্যে পাওয়া গেছে, তাই বালিয়াকান্দি থানা পুলিশ নৌ-পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উৎপল বিশ্বাস স্থানীয় জঙ্গল বাজারে নামযজ্ঞ দেখতে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হলো।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “উৎপল বিশ্বাসের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন। ইতোমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।