Homeজেলামনপুরায় গ্রাম ভিত্তিক আনসার ভিডিপির ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শুরু

মনপুরায় গ্রাম ভিত্তিক আনসার ভিডিপির ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শুরু

ভোলার মনপুরা উপজেলায় “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা—সর্বোত্তম” এই স্লোগানকে সামনে রেখে গ্রামভিত্তিক আনসার ও ভিডিপির ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লিখন বনিক।

তিনি বলেন, “বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকতে হলে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। যত বেশি প্রশিক্ষণ নেওয়া যাবে, তত বেশি প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকা সম্ভব হবে।”

অনুষ্ঠানে আনসার ও ভিডিপির প্রশিক্ষক এবং সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপির সদস্যদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখার জন্য প্রস্তুত করা হবে।

প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় অংশগ্রহণকারীরা ব্যক্তিগত নিরাপত্তা, কমিউনিটি সাপোর্ট এবং জরুরি উদ্ধার কার্যক্রমের মতো বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করবেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা ভবিষ্যতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

সর্বশেষ খবর