Homeশিক্ষা-শিক্ষাঙ্গনশেখ বোরহানুদ্দীন কলেজের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

শেখ বোরহানুদ্দীন কলেজের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বক্সিবাজার, পলাশীর মোড় হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় কলেজের অধ্যক্ষ জনাব নুরুল হকের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেন। তারা এক মিনিট নীরবতা পালন করেন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে শিক্ষার্থীরা বলেন, “ফেব্রুয়ারি মাস বাঙালির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের এ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

কলেজের শিক্ষকরা বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবের দিন। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষাকে সঠিকভাবে চর্চা করতে হবে।”

শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ভাষা আন্দোলনের তাৎপর্য এবং মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা করে।

সর্বশেষ খবর