ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করা হয়, যার মধ্যে ছিল শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
রাত ১২টা ০১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, এবং তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন।
এ সময় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃভাষার চর্চা ও বিকাশে সবার সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, শিশুদের মধ্যে নান্দনিক হাতের লেখা, কবিতা আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত গুরু মোস্তফা কামাল জিন্না এর নেতৃত্বে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়, যা দর্শকদের মনোরঞ্জন করে।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত গর্বের বিষয়। এদিন ভাষা শহিদদের আত্মত্যাগের জন্য সারা বিশ্বে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।