Homeশিক্ষা-শিক্ষাঙ্গনপাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

পাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন করা হয়েছে। এতে প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. সাজেদুল ইসলাম সরকারকে আহ্বায়ক এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মো. মনিরুল আলমকে সদস্য সচিব করে ২৮ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের ৩য় তলার বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে “অ্যালামনাই মিট” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামারুজ্জামান এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. সবুজ হোসেন(১ম ব্যাচ), মো. তৌহিদুল ইসলাম(১ম ব্যাচ), সানুয়ার হোসেন(১ম ব্যাচ), সাইফুদ্দিন আহমেদ(১ম ব্যাচ), মো. রেজাউল করিম(১ম ব্যাচ), মো. মেহেদী হাসান নাবিল (১ম ব্যাচ), মো. মিজানুর রহমান(১ম ব্যাচ), মো. মাহমুদুর রহমান(২য় ব্যাচ), মো. মুস্তাফিজুর রহমান(২য় ব্যাচ), এ. এইচ. এম. কামাল(২য় ব্যাচ), মো. ওসমান গনি(৩য় ব্যাচ), রাফি আহসান(৩য় ব্যাচ), অলিউল্লাহ(৩য় ব্যাচ), মো. সাইফ উদ্দিন(৪র্থ ব্যাচ), আসাফ-উদ-দৌলা (৪র্থ ব্যাচ)।

সদস্য মো. মইনুল ইসলাম(৫ম ব্যাচ), মো. রেজভী রায়হান(৩য় ব্যাচ), মো. আকরাম খান(৪র্থ ব্যাচ), বিপ্লব হোসেন(৪র্থ ব্যাচ), সাদনান হাসান শেখ(৫ম ব্যাচ), কানিজ সুবর্ণা(৫ম ব্যাচ), পিংকী শাহা(৫ম ব্যাচ), আবদুল্লাহ আল মামুন(৬ষ্ঠ ব্যাচ), মো. শাহ জালাল(৭ম ব্যাচ), মো. সোহান ইসলাম নাঈম(৮ম ব্যাচ), মো. ইমন হোসেন ইমু(৯ম ব্যাচ), মো. মিরাজুল ইসলাম(১০ম ব্যাচ)।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন- ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের, অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, অধ্যাপক ড. মো. রেদওয়ানুজ্জামান, অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। শিক্ষার্থীদের মধ্যে প্রথম ব্যাচের ড. রেজাউল করিম, মো. রাজিব মাহবুব, মো. আবু কুহাফা, হামিদুল ইসলাম অমিত এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল সেলিম।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম। বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, অধ্যাপক ড. মো. রেদওয়ানুজ্জামান, অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. আশফাকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ড. কামাল হোসেন ও ড. রেবেকা সুলতানা রেখাসহ বিভাগটির বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর