Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবিতে প্রথম শহিদ মিনারে "একুশের কথা ও কবিতা" অনুষ্ঠিত

ইবিতে প্রথম শহিদ মিনারে “একুশের কথা ও কবিতা” অনুষ্ঠিত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে কলা ভবনের দক্ষিণে (বটমূল) একুশের কথা ও কবিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩শে ফেব্রুয়ারী) বাংলা বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের প্রথম শহিদ মিনারে একুশের কথা ও কবিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তিয়াসা চাকমার সঞ্চালনায় বিভাগের সভাপতি অধ্যাপক ড মো রবিউল হোসনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড মো এমতাজ হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড প্রকাশ চন্দ্র বিশ্বাস এবং বাংলা বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী বলেন, “বাংলা কোনো ব্যক্তির ভাষা নয়,এটি হলো আমাদের অস্তিত্বের ভাষা,বাংলা ভাষাতেই আমাদের মনের কথা সহজভাবে প্রকাশ করতে পারি।এসময় তিনি ‘আমার বন্ধু দয়াময়,তোমারে দেখিবার মনে রয়,তোমারে না দেখিলে জীবন কেমনে রয়’ গানটি গেয়ে শোনান।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বাঙালীর জাগরণ শুরু হয়েছিল ৪৭শে। এরপরে ভাষা সংগ্রামের মধ্য দিয়ে সেই প্রতিরোধের চেতনা আবার একাত্তরে প্রবাহিত হয়ে ২৪ এর গণ-অভ্যুত্থানে পরিণতি লাভ করে। তিনি এসময় একুশের চেতনায় এমন সাহিত্য সভার প্রশংসা করেন।

সর্বশেষ খবর