Homeজেলাবালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার

বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল মাহমুদ (মন্টু) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সোহেল মাহমুদ (মন্টু) উপজেলার সদর ইউনিয়নের দুর্গাবতি গ্রামের মৃত আবুল বাসার ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হওয়ার আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন লাপাত্তা থাকার পর সোমবার দুপুরে বালিয়াকান্দি সংলগ্ন একটি মাঠে পেঁয়াজ ক্ষেতে ওষুধ প্রয়োগ করছিলেন। এসময় স্থানীয়রা তাকে চিনতে পেরে ঘিরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। পরে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, সোহেল মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশের নজরদারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে জনতার সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর