কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কেকিউএউ) প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন এবং অরিয়েন্টেশন অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে একটি অরিয়েন্টেশন অনুষ্ঠানও আয়োজিত হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. শাহ মোঃ আশরাফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহঃ রাশেদুল ইসলাম। তিনি বলেন, “আজকের এই দিনটি আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত, কারণ এটি একটি নতুন অধ্যায়ের শুরু। আমরা আশা করি, আমাদের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্বমানের শিক্ষা অর্জন করবে এবং দেশের কৃষি খাতে অবদান রাখবে।”
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপুটি রেজিষ্ট্রার মোঃ সাদেকুজ্জামানসহ অন্যান্য শিক্ষকরা। তারা শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, প্রথম বর্ষের দুই ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটির স্মৃতি এবং ভবিষ্যতের জন্য তাদের লক্ষ্য সম্পর্কে কথা বলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহঃ রাশেদুল ইসলাম কোর্সের রয়েলিটি প্রদর্শন করেন, যা শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষার পথ নির্দেশ করতে সাহায্য করবে।