Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবিতে ওয়ালিউল্লাহ-মুকাদ্দাস স্মৃতি ক্রিকেটের পুরস্কার বিতরণী

ইবিতে ওয়ালিউল্লাহ-মুকাদ্দাস স্মৃতি ক্রিকেটের পুরস্কার বিতরণী

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাস স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী হয়। খেলায় বিজয়ী দল হলো টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং রানার-আপ পরিসংখ্যান বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক এ.বি.এম জাকির হোসেন, শাখা ছাত্রশিবিরে সভাপতি মাহমুদুল হাসান, ইবি শাখা সমন্বয়ক এস এম সুইটসহ শতাধিক শিক্ষার্থীরা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ওয়ালি-মুকাদ্দাসের গুম হওয়ার বিষয়টা আমি এখনো মানতে পারিনি। আমরা যেন স্মৃতিতে তাদের জাগরূক রাখতে পারি। জুলাই বিপ্লবে যেন ফ্যাসিস্টদের ছারখার করে দিয়েছে, আমি মনে করি তাদের তিরেধানও কম অবদান রাখেনি। তারা কুরআনের জন্য লড়াই করে গেছে। আমরা যেন ওয়ালি-মুকাদ্দাসকে উজ্জীবিত করতে পারি পরবর্তী প্রজন্মের কাছে। তিনি ছাত্র শিবির কে ধৈর্য ও পরমত সহিষ্ণুতার সাথে কাজ করার পরামর্শ দেন। তিনি আরো বলেন এ আদর্শ প্রচার করতে পারলে বিজয় আপনাদের হবেই, ওয়ালি-মুকাদ্দাসের রক্ত বৃথা যাবে না।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাসের স্মৃতি জাগ্রত রাখতে এমন কার্যক্রমের প্রশংসা করে বলেন, যারা খেলাধুলা করে তারা কখনো শত্রু সমাজ তৈরি করে না। তারা বন্ধন ও ঐক্যের সমাজ তৈরি করে। ছাত্র শিবির যেন শুধু ছাত্র রাজনীতিকে মুখ্য মনে না করে শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করে যায়।

উল্লেখ্য, গুমের স্বীকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাসের স্মৃতি জাগ্রত রাখতে গত ৬ ফেব্রুয়ারি ইবি শাখা ছাত্রশিবির কতৃক এই খেলার আয়োজন করা হয়।

সর্বশেষ খবর