Homeজেলারাণীনগরে যুবলীগের দুই নেতা গ্রেফতার

রাণীনগরে যুবলীগের দুই নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে থানাপুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত সখিন উদ্দিনের ছেলে বাহার উদ্দিন (৩৮) ও দামুয়া মৃধাপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে বাবুল হোসেন (৪০)। তাদের দু’জনের মধ্যে বাহার একডালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বাবুল একডালা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

রাণীনগর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতা বাহার ও বাবুলকে গ্রেফতার করেছে। তারা দু’জনই উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার তদন্তপ্রাপ্ত আসামি। মঙ্গলবার দিন তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর