“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতায় উপজেলার ১৬টি বিদ্যালয়ের দল অংশগ্রহণ করে। এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করে।
প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘঠে” এই বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডন করে চ্যাম্পিয়ন হয় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়, আর রানার আপ হয় ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্বপালন করেন রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক।
সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।