রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান কে আহত করে একাধিক মাদক মামলার আসামী ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৬ ছিনতাইকারী কে গ্রেফতার করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাই মাদক মামলার আসামী ফরিদ শেখ একই এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে।সে এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী।
হামলার ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. সেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮), মোসা. শিমু বেগম (২০) এবং সোহাগী বেগম (২৫)।
পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩১০ পিস ইয়াবা এবং চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় ফরিদকে হাতকড়া পরানো অবস্থায় গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে বাধ্য হয়ে তার হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদ শেখকে মাদকসহ গ্রেপ্তারের পর তার পরিবার আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হয়েছেন এবং তিনি রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ফরিদ এবং তার স্ত্রীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।