Homeবিনোদনপ্রাক্তন নিয়ে প্রভার ক্ষোভ: "সে শত্রু, প্রাক্তন হতে পারে না"

প্রাক্তন নিয়ে প্রভার ক্ষোভ: “সে শত্রু, প্রাক্তন হতে পারে না”

টেলিভিশন ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নিজের প্রথম প্রেম ও প্রাক্তনের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। দীর্ঘ দেড় দশকের অভিনয় জীবনে অনেক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মের মাধ্যমে তিনি অনেকের প্রিয় হয়ে উঠেছেন। তবে ব্যক্তিজীবনে কিছু কঠিন সময়ে পড়েন তিনি, যার পর তিনি পর্দার আড়ালে চলে যান।

তবে একসময় অতীতের ক্ষত সারিয়ে আবার ফিরে আসেন পর্দায়। কিন্তু, প্রাক্তন সম্পর্ক নিয়ে প্রশ্ন এখনও তাকে তাড়া করে বেড়ায়। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রভা তার জীবনের প্রথম প্রেমের বিষয়ে বলেন, “আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ, প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না। আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না।”

এছাড়া, প্রভা জানান, যাদের সঙ্গে সম্পর্কের মধ্যে সুন্দর মুহূর্ত ছিল, তাদের নিয়ে তার কোনো ক্ষোভ নেই। তিনি বলেন, “প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে।”

নিজের কর্মজীবন ও প্রশিক্ষণের বিষয়ে প্রভা জানান, তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এরপর দেশে ফিরে নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের ক্যারিয়ার আরও বিস্তৃত করার পরিকল্পনা করছেন।

সর্বশেষ খবর