Homeজেলারায়পুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রায়পুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান।

সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষভাবে যানজট নিরসন, বাজার নিয়ন্ত্রণ ও মাদক দমন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সুশীল সমাজের সদস্যরা বিভিন্ন মতামত উপস্থাপন করেন। তারা স্থানীয় জনগণের নিরাপত্তা ও সার্বিক কল্যাণে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

সভায় উপজেলা প্রশাসন আশ্বস্ত করেছে যে, যানজট নিরসনে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, মাদক বিরোধী অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।

স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন, সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

সর্বশেষ খবর