Homeজাতীয়সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সম্পদের হিসাব প্রকাশ

সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সম্পদের হিসাব প্রকাশ

সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার সম্পদের হিসাব প্রকাশ করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি এই হিসাব উন্মুক্ত করেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম জানান, উপদেষ্টা পদে যোগ দেওয়ার আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তবে, উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের পর সরকারি সম্মানী গ্রহণের জন্য ২১ আগস্ট ২০২৪ সালে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলেন।

ওই অ্যাকাউন্টে গত ছয় মাসে মোট ১০,০৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং তার মধ্যে ৯,৯৬,১৮৮ টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। তিনি দাবি করেন, এই অ্যাকাউন্ট ছাড়া তার আর কোনো ব্যাংক হিসাব নেই।

নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কিংবা তার পরিবারের কেউ (স্ত্রী, বাবা-মা) কোনো জমি বা ফ্ল্যাট ক্রয় করেননি। একইভাবে, তার একান্ত সচিবেরও কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই এবং তার ব্যাংক হিসাবে মাত্র ৩৬,০২৮ টাকা জমা রয়েছে।

তিনি দাবি করেছেন, তার ব্যক্তিগত কর্মকর্তা বা সংশ্লিষ্টদের সব সম্পদের হিসাব স্বচ্ছ এবং প্রয়োজনে আরও তথ্য প্রকাশ করা হবে।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, তার সম্পদের এই বিবরণ তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী যাচাইযোগ্য। অর্থাৎ, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে এই তথ্য যাচাই করতে পারবে।

সর্বশেষ খবর