জাতীয় নাগরিক কমিটি (জানাক) আগামী ২৮ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। জানাকের কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে অনেকেই নতুন দলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জানাকের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১তম সাধারণ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।
সভায় জানানো হয়, জানাকের কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক ছাড়া সংগঠনের অন্যান্য সকল সেল, নির্বাহী কমিটি, সার্চ কমিটি এবং অন্যান্য অর্গানোগ্রাম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণার আগ পর্যন্ত, যেসব কেন্দ্রীয় সদস্য নতুন দলে যোগদান করবেন, তাদের সদস্যপদ জানাকের অধীনে বহাল থাকবে। তবে দল গঠনের পর, এই সদস্যদের জানাকের সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। যারা নতুন দলে যোগ দেবেন না, তারা জানাকের সদস্যপদ বহাল রাখতে পারবেন।
এদিকে, জানাকের মুখপাত্র সামান্তা শারমিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকরা আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে তারা জাতীয় নাগরিক কমিটির পরবর্তী কার্যক্রম এবং অর্গানোগ্রাম নির্ধারণ করবেন।
নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে জানাকের নেতা-কর্মীরা উৎসাহিত। এটি ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায়, সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে জানাকের রাজনৈতিক যাত্রার একটি নতুন দিক উন্মোচন করবে। জানাক জানিয়েছে, নতুন দল গঠনের পর থেকে আর কোনো নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ তারা নেবে না এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের স্বার্থে সর্বদা সক্রিয়ভাবে কাজ করবে।