Homeজেলাফুলবাড়ীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৫ জন গ্রেফতার

ফুলবাড়ীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৫ জন গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। তারা হলেন, উপ‌জে‌লার বালাটারী গ্রা‌মের জহুরুল হকের ছে‌লে মইনুল ইসলাম (২২), একরামুল হ‌কের ছে‌লে হাসানুল হক (২০),বড়লই(বাংলা বাজার) গ্রা‌মের শাহাদত হো‌সে‌নের ছে‌লে ইয়াকুব আলী (২৫),চর বড়লই (হাজীটারী)গ্রা‌মের মৃত ইলিমুদ্দিন সরকারের ছে‌লে লাল মিয়া (৪০) এবং চর বড়লই গ্রা‌মের আঃ রহমানের ছে‌লে সোহেল রানা (২১)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী তার বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় পূর্ব পরিচিত মইনুল ইসলাম তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে দেখা করতে বলেন। পরে মধ্যরাতে ইয়াকুব আলী মোটরসাইকেল নিয়ে এসে তাকে চর বড়লই এলাকার একটি ইউক্লিপটাস বাগানের পাশে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা মইনুল ইসলাম ও হাসানুল হক (২০)সহ অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর, ভুক্তভোগী যখন একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন, তখন চর বড়লই এলাকায় আরো চারজন তাকে আটকে ফেলে। ভয় দেখিয়ে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে অসহায় অবস্থায় নির্যাতিতা স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন এবং পরদিন ফুলবাড়ী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর