Homeজেলানাগেশ্বরীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

নাগেশ্বরীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেসরকারি সহকারী শিক্ষক সমিতির ডাকে ঢাকায় আন্দোলনে অবস্থানরত বেরকারী শিক্ষকদের উপর পুলিশি হামলা ও শিক্ষকদের দাবী আদায়ে সমর্থন জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন শেষে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচীটি পরিচালনা করেন মোঃ খায়রুল আলম, সহকারী শিক্ষক গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও যুগ্ন আহবায়ক, বেসরকারি সহকারী শিক্ষক সমিতি নাগেশ্বরী কুড়িগ্রাম মহোদয়।

অদ্য দুপুর ২:৩০ মিনিটে শুরু হয়ে ঘন্টাব্যাপি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের অবস্থানের মাধ্যমে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে ঢাকায় অবস্থানরত শিক্ষকগণের উপর পুলিশি নির্যিতন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীগণের চাকুরী জাতীয়করন সহ নানা দাবী নিয়ে বক্তাগণ তাদের বক্তব্য রাখেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ভিতরবন্ধ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মামুনুর রশিদ মামুন, ডায়নায়পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বেলাল হোসেন, কচাকাটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ মোজাম্মেল হক দুদু সহ বেশ কয়েকজন সহকারী শিক্ষক।

শিক্ষকগণের বিভিন্ন দাবী দাওয়া ও ঢাকায় আন্দোলনে অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে জোরালো বক্তব্য রাখেন নেওয়াশী জাগরনী বিদ্যাবিথীর সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ জাহিদুল ইসলাম খাঁন, আহবায়ক, বেসরকারি সহকারী শিক্ষক সমিতি নাগেশ্বরী কুড়িগ্রাম মহোদয়। সবশেষ বক্তব্য রাখেন এবং স্বারকলিপি পাঠ করেন সমাজ কল্যাণ বালিকা একাডেমীর সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব বেসরকারি সহকারী শিক্ষক সমিতি, নাগেশ্বরী কুড়িগ্রাম।

সাধারন সম্পাদক জনাব মোঃ রিয়াজুল হকের উপস্থাপনায় সভার শুরুতেই কমিটির সকলের সাথে সকলের পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর সভায় সুচনা বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, আইডিয়াল উচ্চ বিদ্যালয়। এছাড়াও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান জনাব মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক, খেলারভিটা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কমিটিতে স্থান পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ।

সর্বশেষ খবর