নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দু’জন হলেন, উপজেলার একডালা ইউপির ২নং ওর্য়াড আওয়ামীলীগের সহ-সভাপতি আফসার আলী সরদার (৫০) ও মিরাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (৪৪)।
রাণীনগর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, বুধবার রাতে থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা আফসার ও যুবলীগ নেতা সাইফুলকে গ্রেফতার করে হয়েছে। তারা দু’জন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার তদন্তপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।