Homeঅর্থ-বাণিজ্যবাংলাদেশের ইলিশের প্রতি চীনের আগ্রহ, আসতে পারে বড় রপ্তানি চুক্তি

বাংলাদেশের ইলিশের প্রতি চীনের আগ্রহ, আসতে পারে বড় রপ্তানি চুক্তি

বাংলাদেশের বিশ্বখ্যাত ইলিশের প্রতি আগ্রহ দেখিয়েছে চীন। প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান।

চীনের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের ইলিশের প্রতি চীনের জনগণের চাহিদা প্রচুর। আমরা চাই বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করতে।”

শুধু ইলিশ নয়, বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করারও আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি জানান, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। ইতোমধ্যে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগের পরিকল্পনা করেছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “চীন বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে।”

বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি চীনের বাজারে প্রবেশ সহজ করতে আমদানি পণ্যের শুল্কহার কমানোর আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশে ট্রাক উৎপাদন কারখানা স্থাপন ও কৃষি আধুনিকীকরণে চীনের বিনিয়োগের প্রস্তাব দেন।

সর্বশেষ খবর