আসন্ন সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন (ইসি) আপাতত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো পরিকল্পনা করছে না। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য এখন জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল মহলের ভাষ্যমতে, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের কোনো পরিকল্পনা নেই।”
নির্বাচন কমিশনার আরও বলেন, “দেশের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনুরোধ বা আলোচনা আসেনি। সরকার ও রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, তাহলে সে বিষয়ে বিবেচনা করা যেতে পারে। তবে আপাতত আমরা জাতীয় নির্বাচন নিয়েই প্রস্তুতি নিচ্ছি।”
ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সারা দেশে নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো হুমকি রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ইসি মাছউদ বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল থেকে হুমকি পাইনি, কেউ কী বলল তা নিয়ে মাথাব্যথাও নেই। আমাদের কাজ হলো নির্বাচন আয়োজন করা এবং সে দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “যেসব রাজনৈতিক দল নিবন্ধিত, তারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে। তবে যদি সরকার কোনো বিশেষ দলকে নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে আইন অনুযায়ী তাদের নিবন্ধন বাতিল করা হবে।”
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনের সময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, তেঁতুলঝোড়া ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা জেইসন, তেঁতুলঝোড়া ইউপি সচিব আমির হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।