Homeজাতীয়যত দিন ক্ষমতায় থাকব, সম্পত্তি বাড়বে না বরং কমবে : ধর্ম উপদেষ্টা  

যত দিন ক্ষমতায় থাকব, সম্পত্তি বাড়বে না বরং কমবে : ধর্ম উপদেষ্টা  

“যত দিন ক্ষমতায় থাকব, সম্পদ বাড়বে না বরং কমবে,”– এমন মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হেসেন। তিনি জানান, মন্ত্রীসভায় সকল উপদেষ্টার সম্পদের হিসাব ক্যাবিনেট ডিভিশনে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন মডেল মসজিদের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “একজন উপদেষ্টা পদত্যাগ করে নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন। আমরাও স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পদের বিবরণ দিয়েছি। জনগণের সেবা করাই আমাদের লক্ষ্য, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি নয়।”

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”

ধর্ম উপদেষ্টা জানান, “সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৯,৫০০ কোটি টাকা। এতে মুসল্লিদের সুবিধা বাড়বে, ধর্মীয় শিক্ষার প্রসার ঘটবে এবং সামাজিক অপরাধপ্রবণতা কমবে।”

তিনি আরও বলেন, “মসজিদের সংখ্যা বাড়লে নামাজে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা বাড়বে, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।”

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “চুরি, ডাকাতি, ছিনতাই—এগুলো যুগ যুগ ধরে চলে আসছে। আইন-শৃঙ্খলা বাহিনী এসব নিয়ন্ত্রণে কাজ করছে, আমরাও চেষ্টা করছি কিভাবে এটি সহনীয় পর্যায়ে আনা যায়।”

এর আগে তিনি মডেল মসজিদে জোহরের নামাজে ইমামতি করেন এবং নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

মডেল মসজিদ সম্মেলনকক্ষে আয়োজিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব ও যুগ্ম সচিব ছাদেক আহমদ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ খবর