Homeজেলাবঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১৭ জন অস্ত্রসহ আটক

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১৭ জন অস্ত্রসহ আটক

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর সুরমা জাহাজের অভিযানে ১৭ জন চোর আটক হয়েছে। বুধবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়, যেখানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রসহ বেশ কিছু সামগ্রী।

আইএসপিআর (ইন্টারসার্ভিস পাবলিক রিলেশনস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতদের কাছে রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইল ফোন, এবং লাইটসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৫০ হাজার টাকা।

বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ চোরচক্র চুরির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নৌবাহিনী দ্রুত অভিযান চালায়। কুতুবদিয়ার উত্তরে টহলরত নৌবাহিনীর জাহাজ সুরমা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৭ জন চোরকে আটক করে।

এই চোরচক্রটি একটি কাঠের নৌকা ব্যবহার করে চুরির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। নৌবাহিনীর জাহাজ সুরমা সফলভাবে এই অভিযান পরিচালনা করে এবং চোরদের আটক করে।

অভিযানকালে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আটককৃতদের পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর ও আশপাশের এলাকায় নিয়োজিত নৌবাহিনীর জাহাজ এবং অন্যান্য মেরিটাইম সংস্থা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে।

সর্বশেষ খবর