Homeরাজনীতিকেমন হতে পারে ছাত্রদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা

কেমন হতে পারে ছাত্রদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা

রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, যা শুক্রবার সংসদ ভবনের সামনে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়। সেখানে নতুন নেতৃত্ব নির্ধারণের পাশাপাশি মূল কাঠামো ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়।

নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়কের ভূমিকায় থাকছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। দলের অন্যতম যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম আদিব, নুসরাত তাবাসসুম, আতাউল্লাহ ও আকরাম হোসাইন।

এছাড়া সাংগঠনিকভাবে দলটি দুই ভাগে বিভক্ত—উত্তরাঞ্চলে সারজিস আলম ও দক্ষিণাঞ্চলে হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন। দলটির দপ্তর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন সালেহ উদ্দিন সিফাত ও তরিকুল ইসলাম।

দলটির ঘোষণাপত্রে ‘জুলাই আন্দোলনের’ মূল চেতনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন রাজনৈতিক দলটি গণপরিষদ নির্বাচনের দাবি তুলবে বলে জানা গেছে। পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন ও একটি সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে এনসিপি।

নেতারা জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অন্তত ১১০ জন সদস্য এতে যুক্ত হয়েছেন। এছাড়া বিভিন্ন পেশাজীবীও নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে থাকবেন।

সর্বশেষ খবর