Homeজাতীয়শাপলা চত্বরের ঘটনায় পশ্চিমা সমর্থন নেয় ফ্যাসিস্ট সরকার: প্রেস সচিব

শাপলা চত্বরের ঘটনায় পশ্চিমা সমর্থন নেয় ফ্যাসিস্ট সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার পশ্চিমা বিশ্বের সমর্থন নেয়। একইসঙ্গে ভয়ের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ভোট কারচুপির জন্য পশ্চিমাদের সহযোগিতা আদায় করে তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম দাবি করেন, শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে কতজন নিহত হয়েছেন, তার সঠিক সংখ্যা এখনও অজানা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার একদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছে, অন্যদিকে পশ্চিমা বিশ্বকে পাশে পাওয়ার জন্য বিশ্বব্যাপী চলমান ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’-এর অংশ হিসেবে নিজেদের তুলে ধরেছে।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলের পক্ষে যুক্তি উপস্থাপন করে তামিরুল মিল্লাত আলীম মাদ্রাসা, আর বিরোধী দলের পক্ষে যুক্তি খণ্ডন করে তানজিমুল উম্মা আলীম মাদ্রাসা।

বিতর্কে বিচারকদের রায়ে তানজিমুল উম্মা আলীম মাদ্রাসা বিজয়ী হয়।

ছায়া সংসদের মডারেটর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান।

সর্বশেষ খবর