Homeজেলাধামইরহাটে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা

ধামইরহাটে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা

নওগাঁর ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট মসজিদের পাশের বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে মো. শাকিল (২৭) একটি গুরুতর অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী।

অভিযানের সময় গরুর মালিক ও জবাইকারী উভয়েই অপরাধের কথা স্বীকার করেন। এরপর পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। শাস্তিস্বরূপ তাদের ৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, অসুস্থ গরুর মাংস যাতে বাজারে না যায়, সে জন্য তা মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ বিভাগ জনসাধারণকে এ ধরনের অসাধু কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং অসুস্থ বা মৃতপ্রায় পশু জবাই করে মাংস বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সর্বশেষ খবর