Homeখেলারাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে নওগাঁর রাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পার্বতীপুর ভান্ডু- সুমন স্মৃতি ফুটবল একাদশ ১-০ গোলে ছাতনী ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়।

প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন- রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টুর্ণামেন্ট সভাপতি মেজবাউল হক লিটন। পরে পুরস্কার হিসেবে বিজয়ী দলের মাঝে একটি ফ্রিজ ও বিজিত দলের মাঝে একটা এলইডি টিভি এবং উভয় দলের মাঝে ট্রপি তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাবেক ক্রীড়াবিদ নিজুমুল হক, আশরাফুল ইসলাম ও খোকন। এছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল প্রমুখ।

সর্বশেষ খবর