নওগাঁর ধামইরহাটে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌর বিএনপির সম্মেলনের পর ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নেতা আব্দুস সালামের সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এই অনুষ্ঠানে ধামইরহাট পৌর বিএনপির নতুন নেতৃত্বের সঙ্গে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং দক্ষিণ ঢাকার সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু সালাম খান উপস্থিত ছিলেন।
নতুন নেতৃত্ব নির্বাচনের পর, ২৫ ফেব্রুয়ারি ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলে। এতে সভাপতির পদে নির্বাচিত হন মো. শহিদুর রহমান সরকার, যিনি ২৬৭ ভোট পেয়ে ছাতা মার্কায় বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরল ইসলাম পেয়েছেন ২০৫ ভোট। সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম মোরগ প্রতীকে ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী রেজুয়ান হোসেন (রঞ্জু) পেয়েছেন ১৯২ ভোট।
বিএনপি দলের ভোটগ্রহণের পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং ভোটাধিকার প্রয়োগের জন্য উপস্থিত নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। দলীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস কে এম ইকবাল রাব্বি সহ তার সদস্যরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচনে সভাপতি পদে ৬ জন, সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচন শেষে অনুষ্ঠানে উপস্থিত আব্দুস সালাম নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন। তিনি বলেন, “নতুন নেতৃত্বের অধীনে ধামইরহাট পৌর বিএনপি আরও শক্তিশালী হবে এবং জাতীয় রাজনীতিতে দলের ভূমিকা আরও সুদৃঢ় হবে।”
এদিকে, বিএনপির নির্বাচনে সাবেক এমপি সামসুজ্জোহা প্যানেলের সদস্যরা ৩টি পদের মধ্যে জয়ী হয়েছেন, তার মধ্যে সভাপতি, সম্পাদক এবং একটি সাংগঠনিক সম্পাদক পদ রয়েছে।